অগ্রসর রিপোর্ট:করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের মোট ৫৬ জন বিচারপতি। দ্বিতীয় ডোজ নিয়েছেন উভয় বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিরাও।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। অন্যদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে টিকা নেন আপিল বিভাগের পাঁচজন ও হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ০৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ উভয় বিভাগের বিচারপতিরা বিএসএমএমইউ হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।