স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে শনিবার চট্টগ্রামে ১৬ রানে হারিয়েছে সফরকারীদের।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। একদিনের ম্যাচ জেতার আগে সিরিজের দুটি ম্যাচ জিতে ছিল বাংলার যুবারা।
টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মিরাজ। নির্ধারিত ৫০ ওভার শেষে সাইফের সেঞ্চুরি ইনিংসের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে রান করেছেন ২৩৫। দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেছেন সাইফ। অন্যদের মধ্যে শফিউল করেছেন ৬১ রান এবং জাকের আলি করেছেন ২৪ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন কালিচরণ।
২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২১৯ রান তোলে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন গিডরন ৫৭ আর কেসি কার্টি ৪২। এছাড়া ইমলাচের করেছেন ৩৮ রান। বাংলাদেশের পক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সঞ্জিত সাহা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৩৫/৭, ওভার ৫০ (সাইফ হাসান ১০৭, শফিউল ৬১, জাকের আলি ২৪; কালিচরণ ২/৩০, স্মিথ ২/৫৫)
ওয়েস্ট ইন্ডিজ : ২১৯/১০, ওভার ৪৯.৫ (গিডরন ৫৭, কেসি কার্টি ৪২, ইমলাচের ৩৮; সঞ্জিত সাহা ৫/২১)