অগ্রসর রিপোর্ট :
অভ্যন্তরীণ যেকোন রুটে যাত্রীদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ফটো আইডি কার্ড দেখাতে হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সকল স্থানীয় এয়ারলাইন্সকে এই নির্দেশনা দিয়েছে।
সিএএবি ৩০ জুন এক বিজ্ঞপ্তি জারি করে যে যাত্রীদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভ্রমণের সময় অবশ্যই তাদের টিকেটসহ ফটো আইডি কার্ড চেক-ইন-কাউন্টারে দেখাতে হবে।
এতে বলা হয় সনাক্তকরণের জন্য বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠান অথবা সংশ্লিষ্ট সংগঠন কর্র্তৃক ইস্যুকৃত ছবিসহ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। ইতোপূর্বে, আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের জন্য একজন যাত্রীর দরকার হত পাসপোর্ট, আর অভ্যন্তরীণ রুটের জন্য তাকে টিকেট প্রদর্শনের মাধ্যমেই বোর্ডিং পাস সংগ্রহ করতে হতো।
প্রাপ্তবয়স্কদের সঙ্গে থাকা শিশুদের ফটো আইডি কার্ড লাগবেনা। বাংলাদেশ বিমানের একজন মুখপাত্র জানান, নির্দেশ পাওয়ার পর থেকেই সকল বিমান রুটে এ আদেশ কার্যকর করা হচ্ছে।