অগ্রসর রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিএনপি ও জামায়াত-শিবির বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং দেশের উন্নয়নকে ধ্বংস করার জন্য দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে।”
একই সঙ্গে তিনি এই ধ্বংসযজ্ঞে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে সহযোগিতা এবং বিচারের মুখোমুখি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, “এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই দেশের যেখানে তারা অবস্থান করছে, তল্লাশি করে চিহ্নিত করতে হবে। তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে আমি দেশবাসীর সমর্থন চাইছি।”
বৃহস্পতিবার রাজধানীর রামপুরায় বিটিভি ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত ২০১৩ সালে দেশব্যাপী অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। তারা ৩ হাজার ৮০০ গাড়ি, ২৯টি ট্রেন ও আটটি লঞ্চে আগুন দেয়। এবার ১৭ জুলাই সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।”
“তবে, এবারের আগুন দেওয়ার বৈশিষ্ট্য আগেরগুলোর চেয়ে আলাদা। তারা এবার আগুন লাগাতে বারুদ ব্যবহার করেছে এবং কিছুক্ষণের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে,” যোগ করেন শেখ হাসিনা।
এ সময় তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “যারা এদেশের মানুষের রুটি-রুজির ওপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ জনগণই এ দেশের একমাত্র শক্তি।”
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।