স্টাফ রিপোর্টার: জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী অনুপম রায় বিয়ের পিঁড়িতে বসলেন রবিবার (৬ ডিসেম্বর)। অনেক দিনের প্রেমিকা পিয়াকেই সারাজীবনের জন্য সঙ্গী করে নিলেন। সাদামাটাভাবেই সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্যরা।
অনুপমের স্ত্রী পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করছেন গ্রেটার নাইদার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে। কলেজজীবন থেকেই তাদের বন্ধুত্ব। এর পর ভালবাসা। অবশেষে সে সম্পর্ক পূর্ণতা পেল বিয়েতে। কয়েক মাস আগেই অনুপম ফেসবুকে তার বিয়ের খবরটা জানিয়েছিলেন সবাইকে।
২০১০ সালে ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন অনুপম রায়। এর পর ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি, ‘চতুষ্কোণ’ এ সব সিনেমায় গাওয়া অনুপমের গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়।
গানের সঙ্গে ছোটবেলা থেকেই অনুপমের সখ্য। একই সঙ্গে কবিতা লেখার চর্চা করেন অনুপম। কলেজজীবনে এসে পিয়ার সঙ্গে বন্ধুত্ব হয়। অনুপম তখন কলেজে গিটার বাজিয়ে গান গাওয়া সাধারণ এক গায়ক। কলেজ পেরিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন অনুপম।
গ্র্যাজুয়েশন শেষ করে ব্যাঙ্গালুরুতে চলে যান চাকরি নিয়ে। এদিকে কলকাতা শহরেই থাকেন প্রেমিকা পিয়া। তবু তাদের সম্পর্ক থাকে অটুট। ২০১০ সালে ‘অটোগ্রাফ’ সিনেমায় গান গাওয়ার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান অনুপম। বাড়তে থাকে ভক্তের সংখ্যা।
ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশেও দারুণ জনপ্রিয়তা পায় অনুপমের গান। কলকাতা ছাড়িয়ে ডাক আসে বলিউডের সিনেমায় সঙ্গীতায়োজনের। সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে চলতি বছরেই যাত্রা শুরু হয় অনুপমের।
এত জনপ্রিয়তার মাঝেও ভুলে যাননি প্রেমিকার মুখ। অনেক সুন্দরী ভক্তই প্রেমের জালে বাঁধতে চেয়েছেন অনুপমকে। কিন্তু তিনি সেই কলেজজীবনের প্রেমিকা পিয়ার কাছেই ধরা দিলেন নিজেকে। অনেক দিনের চেনা মানুষটিকে নিয়েই সারাজীবনের পথচলা শুরু করলেন।