গতকাল রোববার রাত পৌনে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া ঘণ্টাব্যাপী ২০ দলীয় জোটের বৈঠক সূত্রে এ কর্মসূচির ইঙ্গিত পাওয়া গেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন জোট নেত্রী বেগম খালেদা জিয়া। শুরুতেই জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সদ্যপ্রয়াত কাজী জাফর আহমেদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে সরকারের গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী হরতাল, বিক্ষোভ এবং লিফলেট বিতরণের মতো কর্মসূচি নিয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আজ এ বিষয়ে সংবাদ সম্মেলনে গনমাধ্যমকে চুড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে কখন ও কোথায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে সে বিষয়ে জানা যায়নি।