নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের ফরিদপুরের প্রবাসীরা পিকনিক করেছে। ব্যস্ত-জীবনের ক্লান্তি মেটাতে গত রোববার নিউইয়কে ফরিদপুরবাসীরা আনন্দ-ঘন সময় কাটিয়েছে। হই-হুল্লোর, গান-বাজনা, পারশ্পারিক সৌহার্দ্য বিনিময় আর মজাদার দেশি খাবারের স্বাদে সকলেই এদিনটিকে আলাদা করে উপভোগ করেছে।
নিউইয়র্কে বসবাসকারী অপরাপরসকল জেলারবাসীরা ঐক্যবদ্ধভাবে বসবাস করলেও ফরিদপুরবাসীরা এক্ষেত্রে অনেক পিছিয়ে। রোববারের পিকনিকে স্বত:স্ফূর্ত অংশ নেয়ার মাধ্যমে ফরিদপুর সমিতির ব্যানারে তারা নিজেদেরকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করেছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় মাওয়ায় পেদ্মাসেতু নির্মান, মেট্রোরেল, ওভারব্রিজ নির্মান ও অন্যান্য উন্নয়নের ধারাবাহিক সাফল্যের জন্য বর্তমান সরকারের প্রতি তারা পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।