অগ্রসর রিপোর্ট : ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে চেলসি। মঙ্গলবার রাতে মোলিনিউক্সে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে তারা ১-২ গোলে হেরে গেছে। অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটিও। নিজেদের মাঠে আত্মঘাতি গোলে ওয়েস্ট ব্রুমউইচ আলবিওয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
দুর্ভাগ্য বলা যায় চেলসির। ৬৬ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই অলিভার জিরোর্দের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ৬৬ মিনিটে ড্যানিয়েল পোডেন্স ওরভারহ্যাম্পটনকে খেলায় ফিরিয়ে আনেন। ৮১ মিনিটেই জয়ের কাজটা শেষ করতে পারতো ওলভারহ্যাম্পটন। এ সময়ে তাদের একটা পেনাল্টির দাবি নাকোচ হয়ে যায়। চেলসির রিসে জেমস নিজেদের বিপদ সীমানায় ওলভারহ্যাম্পটনের পেড্রো নেটোকে বাধা দেবার সময় নেটো পড়ে যান। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন। তবে দিনটা যে ওলভারহ্যাম্পটনের ছিল শেষ পর্যন্ত তারা তার প্রমাণ রাখে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ৯৫ মিনিটে গোল করে চেলসিকে হতবাক করে দেন নেটো।
এ হারের ফলে ২২ পয়েন্ট নিয়ে চেলসি পঞ্চম স্থানে রয়েছে। অথচ জয় তাদেরকে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নিয়ে যেত।
ম্যানচেস্টার সিটি ২০ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। জিতলেও একই স্থানে থাকতো। তবে ওলভারহ্যাম্পটন, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েস্টহ্যাম ইউনাইটেড আর এভারটনের তপ্ত নিঃশ্বাস থেকে কিছুটা নিরাপদে থাকতো পারতো। পাঁচটি দলেরই বর্তমান পয়েন্ট ২০।
ম্যানচেস্টার সিটির জন্য এ ম্যাচে পয়েন্ট হারানো বড়ই হতাশার। কেননা ওয়েস্ট ব্রুমউইচ আলবিওয়নের অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ৭ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৯তম স্থানে তারা।
ম্যাচে জয়ের পথেই ছিল ম্যানসিটি। ৩০ মিনিটে ইকে গুনডোগানের গোলে এগিয়ে গিয়েছিল। তবে বিরতির আগেই আত্মঘাতি গোলে তাদের পয়েন্ট হারানোর ব্যবস্থা হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে সার্জিও আগুয়েরোকে নামিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করেছিলেন কোচ পেপ গার্দিওলা। খেলা শেষ হবার তিন মিনিট সহজ এক সুযোগও পেয়েছিলেন এ আর্জেন্টাইন। কিন্তু আলবিওয়নের গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পাননি আগুয়েরো। সে সঙ্গে দলকে জয়ও এনে দিতে পারেননি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।