স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড বহাল রেখে দেয়া রায় রিভিউ’র আবেদনের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট বিচারপতিগণ।
আজ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় সূত্র জানায়, রায়ে স্বাক্ষর হয়ে গেছে। এখন এ রিভিউ’র রায়ের কপি সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হচ্ছে। আজ সন্ধ্যাায় রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ মামলার রায় প্রদানকারী চার বিচারপতি। অন্য বিচারপতিরা হলেনÑ বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও দেয়া হবে বলে আদালত সূত্র জানায়। আজ সন্ধ্যায় প্রথমে সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে দেয়া রায়ে এবং পরে মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দেয়া রায়ে স্বাক্ষর করেন রায় প্রদানকারী বিচারপতিগন।
সাকা চৌধুরী ও মুজাহিদের আপিলেও মৃত্যুদন্ডের রায় বহাল বিষয় পূর্নবিবেচনার জন্য (রিভিউ) আনা আবেদন শুনানি শেষে গতকাল বুধবার খারিজ (ডিসইমসড) করে আদেশ দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর মানবতাবিরোধী অপরাধ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ । এর পরদিন এ দুই আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ পরোয়ানা কারাগারে আসামিদের অবহিতকরণসহ সংশ্লিষ্ট জায়গায় প্রেরণ করা হয়।
নিয়ম অনুযায়ী রায় প্রকাশের পর রিভিউ আবেদন করার জন্য ১৫ দিন সময় পান সংক্ষুদ্ধপক্ষ। সে অনুযায়ি মুজাহিদ ও সাকা চোধুরী দু’ আসামিই গত ১৪ অক্টোবর রিভিউ আবেদন দায়ের করেন। শুনানি শেষে গতকাল বুধবার রিভিউ আবেদন খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। এখন রায় কার্যকরে আইনগত আর কোন বাধা নেই বলে জানান এটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, রিভিউ’র পূর্ণাঙ্গ রায় প্রকাশের জন্য অধীর আগ্রহে ছিলাম। তারও অবসান হলো।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।