আইজিপি বলেন, এমপি লিটন হত্যায় জড়িতরা নজরদারিতে আছে। যেকোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হবে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামে মিতু হত্যাকাণ্ড নিয়ে আইজিপি বলেন, যথাযোগ্য প্রমাণ ছাড়া সাবেক হলেও একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা সমীচীন হবে না। তবে প্রমাণ পেলে এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে গ্রেফতার করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম, শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।