স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তর বাড্ডায় ময়লার স্তূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডার হোসেন মার্কেটের পাশ থেকে শনিবার বিকেল ৪টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আনুমানিক একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়।