বগুড়া প্রতিনিধি- বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বেহুলা লক্ষিণদার বাসর ঘর সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন তিনটি প্লাষ্টিক কারখানায় দেড় লক্ষ টাকা জরিমানা করাসহ বিপুল পরিমাণ কাঁচামাল পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো ও ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের যৌথ অভিযানে উক্ত স্থানে দুই বন্ধু এন্টার প্রাইজ, ভাই বোন এন্টার প্রাইজ ও মা বাবার দোয়া কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন। পরে ভ্রাম্যমান আদালত গোকুল খোলার ঘর নামকস্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ফিটনেস ও নাম্বার বিহীন যানবাহনের ৬ হাজার ৮ শত টাকা জরিমানা করা সহ আটটি মামলা দায়ের করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র এ.এস.পি এস.এম শফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার কামরুন্নেছা, এস. আই ফেরদৌস আলম, বি.আর.টি.এর মোটর যান পরিদর্শক হারুন অর রশিদ, জেলা প্রশাসনের পেশকার আব্দুল জলিল, ফজলার রহমান সহ পরিবেশ অধিদপ্তরের সদস্যরা।