প্রিয়াংকার বিরুদ্ধে এই প্রযোজকের অভিযোগ— তার প্রতিষ্ঠান থেকে নির্মিত চলচ্চিত্র ‘ইক অংকার’ নির্মাণ প্রায় শেষ। এখন মুক্তির প্রস্তুতি চলছে। ঠিক এ সময় প্রিয়াংকা তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একই নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ বিষয়টি একাধিকবার প্রিয়াঙ্কাকে অবহিত করা হলেও এতে কোনো সাড়া দেননি এই বলিউড অভিনেত্রী। তাই তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে এই মামলার শুনানি হবে।
প্রযোজক তালবিন্দর সিং জানান, গত ২০১৩-১৪ সালে ‘ইক অংকার’ সিনেমাটির শুটিং শেষ হয়। এটি নির্মাণে পাঁচ কোটি রুপি খরচ হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কার মতো একজন সেলিব্রেটি একই নামে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর তিনি ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়বেন।