
জাহিদুল ১৭ অক্টোবর রাজশাহীতে হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ১৭ অক্টোবর একটি বৈঠকে যোগদানের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন। জাহিদুল হঠাৎ করেই সম্মেলন কক্ষে পড়ে যান, এ সময় তিনি ফোনে কথা বলছিলেন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।