অগ্রসর রিপোর্ট : দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার কেইজ’ ২০১৭-তেই মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে দীপিকার বিপরীতে রয়েছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত তারকা ভিন ডিসেল। তাই এবার এই ছবির প্রচারণায় ভারতে আসছেন হলিউডের এই অভিনেতা।
এরই মধ্যে ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার কেইজ’-এর ট্রেইলার দর্শকের মন কেড়েছে। দীপিকা ও ডিসেলের যৌন আবেদনময় উপস্থিতি এক সঙ্গে দেখতে তাই মুখিয়ে আছেন সবাই।
টাইমস অব ইন্ডিয়া বলছে, সিনেমার প্রচারণায় শিগগিরি ভারতে আসছেন ভিন ডিসেল। দীপিকা ও ডিসেলকে একসাথেই ভারতীয় দর্শকেরা এ ছবির প্রচারণাতে দেখতে পাবেন।
২০১৬-তে তার কোনো সিনেমা মুক্তি না পেলেও বছর জুড়ে নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দীপিকা। ২০১৭-তে তিনি ফিরে আসছেন স্ব-মহিমায়। একসাথে মাতাবেন হলিউড ও বলিউডের রুপালি পর্দা!