এই কথাতেই রেগে যান তামান্না ভাটিয়া। বলেন, ‘সুরজ শুধু মাত্র আমাকে অপমান করেছেন, এমনটা নয়। জগতের সমস্ত অভিনেত্রীই অপমান করেছেন। যে দেশে পিঙ্ক বা দঙ্গলের মতো ছবি হচ্ছে, সেখানে নারীদের এমন অপমান কেন করা হবে? সুরজকে এই মন্তব্য ফিরিয়ে নিতে হবে। ক্ষমা চাইতে হবে সকলের কাছে।’
তামান্নার কড়া কথার পরেই নিজের অবস্থান থেকে পিছিয়ে আসেন সুরজ। ক্ষমা চেয়ে ফেসবুকে লেখেন, ‘আমি যা বলেছি, তা অনেককে আহত করেছে বলে মনে হয়। কিন্তু আমি কাউকে আঘাত দেয়ার জন্য এসব বলিনি। তামান্না জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী। আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’