জয়পুরহাট প্রতিনিধি- জয়পুরহাট জেলায় বুধবার ষষ্ঠ শ্রেণীর এক শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হয় ১৭ বছরের এক কিশোরের সাথে। এরপর রাতে বরযাত্রীদের বহনকারী বাস রওনা হয় দিনাজপুরের উদ্দেশ্যে। তবে খবর পেয়ে পথে বাস থামিয়ে বাল্যবিবাহের ঘটনায় জড়িতদের আটক করে স্থানীয় থানা পুলিশ। আক্কেলপুর উপজেলার ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে তার বাবা-মা ও দাদি জোর করে বিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ বর ও কনের বাবা, বিয়ের সাক্ষী সহ ৫ জনকে আটক করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম বলেন, বাল্যবিবাহের ঘটনায় জড়িত কাজী নিজে স্থানীয় একটি মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট। তাকেও আটক করা হয়েছে। আজ ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার চলছে।