অগ্রসর প্রতিবেদক: জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগ। তার পরের ছবিতে নায়িকা বাছাইয়ের কাজ শুরু হয়েছে জোরকদমে। ইতোমধ্যেই হলিউডের বেশকিছু নায়িকার সঙ্গে কথাও বলা হয়েছে। আর এই বাছাই পর্বের মধ্যেই ঢুকে পড়লেন বলিউডের দুই অভিনেত্রী।
বন্ডের পরের ছবিতে যাদের সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে, তাদের মধ্যে একজন আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও অন্যজন দীপিকা পাড়ুকোন।
প্রিয়াঙ্কা ও দীপিকা দুজনেই এখন হলিউডে পরিচিত নাম। প্রিয়াঙ্কা বেশ কয়েকটি হলিউড প্রোডাকশনে ইতোমধ্যেই অভিনয় করছেন। বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর সিনেমাটিক ভার্সনেও অভিনয় করছেন তিনি। এই ছবিতে তার ভূমিকা অনেকটাই খলনায়িকার।
অন্যদিকে দীপিকা পাড়ুকোন ‘ট্রিপল এক্স’ সিরিজের আগামী প্রোডাকশনে অভিনয় করছেন। সেই ছবির কাজ জোরকদমে চলছে।
এক সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা ও দীপিকা দুজনেই জেমস বন্ডের প্রোডাকশন টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। জেমস বন্ডের প্রোডাকশন টিমও এই দুজনের সঙ্গে যোগাযোগ রেখেছে, খুব শিগগিরি দুজনের স্ক্রিন টেস্ট নেওয়ার কথা।
এমনটাও শোনা যাচ্ছে যে, প্রিয়াঙ্কা ও দীপিকা দুজনকেই একসঙ্গে দেখা যেতে পারে বন্ডের পরের ছবিতে।