অগ্রসর প্রতিবেদক : রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী ভবনসহ তিনটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (৩ জুলাই) ভোর রাত ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রাজলক্ষ্মী ভবনের সি-শেল ও একুশে রেস্তোঁরায় এ আগুন লাগে। তবে আরও যে দু’টি ভবনে আগুন লেগেছে তার নাম জানা যায়নি। তবে ওই ভবন দুটি রাজলক্ষ্মী ভবনের পাশাপাশি অবস্থিত।
ভবনটির ম্যানেজার ও কয়েকজনকর্মী জানান, রাতে রেস্তোরাঁয় তাদের দু’জন কর্মী ছিল তারা সামান্য আহত হয়েছেন। তবে ছয়তলা ভবনের সবগুলো ফ্লোরেই আগুন ছড়িয়ে পড়েছে। রাতে রেস্তোরাঁ বন্ধ থাকায় হতাহতের কোনো সম্ভাবনা নেই। ফায়ার সার্ভিস কর্মীরা পাশের ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদে নামিয়ে এনেছে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান অগ্রসর কে জানিয়েছেন, সোমবার ভোরে উত্তরার ৫ নাম্বার সেক্টরে একুশে রেস্তোরাঁর ৬তলা ভবন ও পাশাপাশি থাকা তিনতলা ও চারতালা ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। সেখানে পাশের ভবনের নিচ থেকে তৃতীয় তলা পর্যন্ত সি-শেল রেস্তোরাঁ ও ভবনের উত্তর পাশে আইসিবি ইসলামিক ব্যাংক এবং দক্ষিণ পাশে স্ট্যান্ডার্ড ব্যাংকের বাণিজ্যিক শাখায় রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।