স্টাফ রিপোর্টার: বলিউড বিগ বি অমিতাভ বচ্চনের নাতনী নব্যা নভেলি নন্দার সঙ্গে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সম্পর্কের কথা অনেকেরই জানা। বলিউডপাড়ায় গুঞ্জন রয়েছে চুটিয়ে প্রেম করছেন নব্যা ও আরিয়ান। কিন্তু এ দু’জন বরাবরই সম্পর্কটাকে বন্ধুত্ব বলে আসছিলেন।
এবার সেই আলোচনা যেন আরও যৌক্তিক হয়ে উঠল। মাত্র দুই দিন আগে নব্যার জন্মদিন ছিল। এই দিনটিতে কাছের বন্ধু থেকে আত্মীয়স্বজন সবাই শুভেচ্ছা জানিয়েছেন। সবার সঙ্গে শাহরুখপুত্র আরিয়ানও শুভেচ্ছা জানিয়েছেন।
আরিয়ানের শুভেচ্ছা জানানোর মধ্যে আরিয়ান ও নব্যার বন্ধুত্বের সম্পর্কে প্রেমের গন্ধ খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। যদিও এ বিষয়ে আরিয়ান-নব্যা কেউই মুখ খোলেননি। ১৮ বছরে পা রাখলেন নব্যা। সম্প্রতি প্যারিসের অপেরায় অভিনয়ে হাতেখড়ি হয়েছে তার।
গত ২৮ নভেম্বর প্যারিসের হাইসোসাইটি ডেবিউটান্ট লা বলে আত্মপ্রকাশ করেছেন ২৫ জন কিশোরী। সেখানে ছিলেন নব্যাও। বলিউডে গুঞ্জন রয়েছে সিনেমার পর্দায়ও দেখা যেতে পারে নব্যাকে। বংশপরম্পরায় রক্তে যে বইছে অভিনয়ের বীজ। এরই মধ্যে নির্মাতারাও আরিয়ান-নব্যাকে নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহী।