অগ্রসর ডেস্ক : পশ্চিম লন্ডনে ২৭ তলার লন্ডন টাওয়ার ব্লকে বুধবার ভোরের অগ্নিকান্ডে অন্তত ৩০ জন আহত হয়েছে। জরুরি সংস্থাগুলো একথা জানিয়েছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস স্টুয়ার্ট ক্রিশটন বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি, এখন পর্যন্ত এই ঘটনায় ৩০ জনকে অসুস্থ অবস্থায় লন্ডনের ৫টি হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, ২০টি অ্যাম্বুলেন্স ও ক্রুর পাশাপাশি ‘দুর্যোগপূর্ণ এলাকায় বিশেষ দল’কে মোতায়েন করা হয়েছে। খবর এএফপি’র।
গ্রেনফেল টাওয়ার থেকে ধ্বংসাবশেষের বড় বড় টুকরা পড়তে দেখা যাচ্ছে। ১৯৭০ এর দশকে শ্রমিকদের এলাকা হিসেবে পরিচিত নর্থ কেনসিংটনে নির্মিত ব্লকটি নোটিং হিলের কাছেই অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অ্যাপার্টমেন্টের ওপরের তলাগুলো থেকে রাতের বেলা আতঙ্কিত মানুষের চিৎকার শুনতে পেয়েছেন। একজন দিশেহারা বাসিন্দাকে ভবনটির সর্বোচ্চ তলার একটি জানালা দিয়ে সাদা রঙের কাপড় নাড়াতে দেখা যায়।
ড্যানিয়েল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘তারা আটকা পড়েন। আগুন ছড়িয়ে পড়ায় তারা নিচে নামতে পারছিলেন না, বিশেষত উপরের তলার বাসিন্দারা।’
তিনি আরো বলেন, ‘আমি নিজের চোখে মানুষকে জানালা দিয়ে লাফিয়ে পড়তে দেখেছি।’
ভবনটির আতঙ্কিত মানুষ তাদের প্রিয়জনকে ফোন করার চেষ্টা করেন। তারা আটকা পড়ার আশঙ্কা করছিলেন। পুলিশ সদস্যরা পাশের একটি রেস্তোরাঁ থেকে তাদেরকে করনীয় সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছিল।
সেখানে কয়েকজন আহত বাসিন্দার চিকিৎসা চলছিল। দমকল কর্মীরা ১২ তলা পর্যন্ত বাসিন্দাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান একে ‘বড় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
লন্ডনে অগ্নিকান্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে একটি বহুতল আবাসিক ভবনে আগুনে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
সুইডেনের পথে বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এমপি’র কাছে পাঠানো এক বার্তায় পশ্চিম লন্ডনে ২৪ তলা গ্রীনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় তাঁর দুঃখ ভারাক্রান্তের কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, আমি গ্রীনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় গভীরভাবে দুঃখিত।
ফায়ার সার্ভিসের আপ্রাণ প্রচেষ্টায় এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পাবে বলে বার্তায় এই কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি এই সংকটকালে বৃটিশ প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সমভাবে ব্যথিত।
এবিসি নিউজ সূত্রে জানা যায়, লন্ডনের ওই বহুতল ভবনে ব্যাপক অগ্নিকান্ডে ৬ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।