অগ্রসর স্পোর্টস ডেস্ক: বৃষ্টি পিছু ছাড়ল না অস্ট্রেলিয়াকে। এজবাস্টনে বৃষ্টির কারণে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা বন্ধ হয় দুইবার। কিন্তু দ্বিতীয়বার বৃষ্টি নামার আগেই আসল কাজটা সেরে নিয়েছে ইংলিশরা। ডাকওয়ার্থ-লুইস (ডি-এল) পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ে স্বপ্নের সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পা রাখলেন মাশরাফিরা।
অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও পরেরটা ঠিক যেন আগের দিনের বাংলাদেশের মতই হয়েছে। জ্বলে উঠলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান আর বেন স্টোকস। ঠিক যেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। স্টোকস সেঞ্চুরি করতে পারলেও মরগান ফিরে গেছেন সেঞ্চুরির কাছে গিয়ে ৮৭ রান করেই। এরপর বাটলারকে নিয়ে জয়ের পথে একপা যখন বাড়িয়ে দিলেন তখন আবারো নামলো বৃষ্টি। কিন্তু যা হবার তা হয়েই গেছে।
দ্বিতীয় দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২৪০ রান। ৫৮ বলে দরকার আর ৩৮ রান। কিন্তু বৃষ্টি বাগড়ায় শেষ পর্যন্ত সমীকরণটা মেলাতেই হয়নি ইংলিশদের। টানা দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল তাদের। কাল কার্ডিফে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে এক ম্যাচেও জয় না পাওয়া নিউজিল্যান্ডের। এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল সেমিফাইনালের আশায় থাকা বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার। ইংল্যান্ড জিতে যাওয়ায় ৩ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত হলো মাশরাফিদের।