বেনাপোল (যশোর) প্রতিনিধি : ভালো চাকরির প্রলোভনে পড়ে ভারতে গিয়ে আটক হওয়ার ২ বছর পর দেশে ফিরলো ১৯ বাংলাদেশী নারী। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। এরা ভারতের মুম্বাই শহরের পুনে এলাকার রেসকিউ ফাউন্ডেশনের হেফাজতে ছিল।
বুধবার সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন, কাকুলি, স্বপনা, সীমা, ডলী, বিনা, মিরা, শাহীনুর, শারমিন, আকলিমা, আদুরী, মনিরা, হাজেরা, রেখা, হাজেরা আক্তার, স্বম্পা, কুলসুম, শাপলা, হোসনেয়ারা ও রূপালী। এদের বাড়ি যশোর, নড়াইল, মাদারীপুর, নরসিংদী, কুমিল্লা, জামালপুর, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত আসেন। ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানান, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশে ফেরত আসা নারীদের ঢাকা আহসানিয়া মিশন নামের একটি এনজিও তাদের নিজেদের হেফাজতে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেবেন।