আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ৪৩৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে।
শুক্রবার সন্ধ্যার পর এসব বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করে।
আত্মসমর্পণকারীরা এতোদিন বালুচ রেভ্যুলেশন আর্মি (বিআরএ) ও বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ছাড়াও কয়েকটি ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হয়ে কাজ করে আসছিল।
এদের বিরুদ্ধে নিরাপত্তা স্থাপনা ও কর্মকর্তাদের ওপর হামলা চালানোর আভিযোগ রয়েছে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির রিয়াজ বলেন, ‘যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছুক তাদের স্বাগত জানানো হবে।’
তিনি বলেন, ‘যে কেউ অস্ত্র সমর্পণ করতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।
এসময় বেলুচ মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহরি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা প্রদেশের নিরীহ লোকদের বিপথে চালিত করে এবং উস্কানি দিয়ে তাদের ব্যবহার করেছে।’
আত্মসমর্পণের পর নিষিদ্ধ বিএলএ-এর গুরুত্বপূর্ণ কমান্ডার শের মোহাম্মদ বলেন, তারা ‘পাকিস্কান-বিরোধী’ মহলের হাতে প্রতারিত হয়েছেন।
একজন উর্ধতন কর্মকর্তা জানান, এ পর্যন্ত দেড় হাজারের বেশি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আত্মসমর্পণ করেছে।
পাকিস্তান দাবি করে থাকে দেশে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনার জন্য লোকেদের উস্কানি ও প্রশিক্ষণ দিতে আফগানিস্তান ও ইরানের সঙ্গে তাদের সীমান্ত ব্যবহৃত হচ্ছে।