অগ্রসর রিপোর্ট : গতকাল বিকেল থেকে রাজধানীসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলগুলোতে মাঝারি ও ভারী বর্ষণের কারণে অনেক জায়গায় পানি জমে গেছে। ফলে নগরবাসীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এছাড়া বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে গেছে। হাওর অঞ্চলগুলোতে প্লাবন সৃষ্টি হয়েছে। ফলে ফসলের ক্ষতি ও উজানে অনেক মাছ ভেসে গেছে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে টানা ৭২ ঘণ্টা অথবা তিনদিন অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতিও দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকাহাওয়াসহ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আবাহাওয়া পূর্বাভাসে আরো বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।