অগ্রসর ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান জঙ্গিরা সৈন্যদের পোশাক পরে একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। এই আত্মঘাতী ও বন্দুক হামলায় অন্তত ৫০ সৈন্য নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী একথা জানিয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার মাজার-ই-শরীফের কাছে দুজন হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সাত জন নিহত হয়। এছাড়াও তারা সৈন্যদের লক্ষ্য করে একটি মসজিদ ও ক্যান্টিনে বন্দুক হামলা চালায়।
এই ঘটনায় এক হামলাকারীকে আটক করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, হামলায় ‘অর্ধশতাধিক’ আফগান সৈন্য নিহত হয়েছে।
অন্যদিকে আফগান কর্মকর্তারা জানান, এই হামলায় আট জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
তালেবান জঙ্গিরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আফগানিস্তানে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল জন নিকোলসন ‘এই নিষ্ঠুর হামলার’ ইতি টানার জন্য কমান্ডোদের প্রশংসা করেন।
এএফপি’র এক সংবাদদাতা জানান, শুক্রবারের হামলার সময় ঘাঁটির ওপর বেশ কয়েকটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। পরে অ্যাম্বুলেন্সে করে নিহতদের লাশ নিয়ে যাওয়া হয়।
বালখ প্রদেশের এই ঘাঁটিই আফগান আর্মির ২০৯তম কোর্পস।
এর আগে মার্চ মাসের গোড়ার দিকে একটি সামারিক ঘাঁটিতে সর্বশেষ বড় ধরনের হামলা চালায় জঙ্গিরা।