অগ্রসর ডেস্ক : কিছু মানুষের জন্য পর্ন দেখা খুবই সাধারণ ব্যাপার। অনেকেই এটা বেশ উপভোগ করে থাকেন। পুরুষ এবং মহিলা উভয়ই পর্ন উপভোগ করে থাকলেও পুরুষেরা বিশেষ করে এই বিষয়ে কথা বলতে ও আলোচনা করতে ভালোবাসেন। যাই হোক, যারা পর্নপ্রীতি স্বীকার করে থাকেন তাদের ব্যক্তিসত্তা ও সম্পর্কের ব্যাপারে খুব সহজেই আঁচ করা যায়। এবং এমন কিছু জানা যায় যা কেও আগে কখনো ভেবে দেখেনি।
ডেইলি মেইলের একটি রিপোর্ট অনুসারে জানা যায়, যে পুরুষেরা তাদের পর্ন দেখার অভ্যাস নিয়ে আলোচনা করতে ভালোবাসেন তারা ব্যক্তিগত জীবনে সঙ্গীর সাথে সম্পর্ক রাখতে বেশ সমস্যার মুখোমুখি হন। রিপোর্টে আরো জানা যায় যে, তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস ও মনোবল হারিয়ে ফেলেন। তারা নতুন করে সম্পর্ক শুরু করতে কিংবা শেষ করে ফেলতে ভয় পান। বারংবার দ্বিধায় ভোগেন।
মজার ব্যাপার এই যে, যাদের পর্নের প্রতি আসক্তি তাদের এটা অনুভব করায় যে তারা অদূর ভবিষ্যতে কখনো রোমান্টিক সঙ্গী হতে পারবেন না কিংবা তাদের সঙ্গীদের তৃপ্ত করতে পারবেন না।
এখন আপনিই ভেবে দেখুন, পরেরবার পর্ন দেখায় মনোনিবেশ করবেন নাকি ব্যক্তি জীবনে সম্পর্ক জোরালো করার দিকে মন দেবেন?