শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মেয়র মীরু ও তার ভাই হাসিবুল হক মিন্টুকে। জিজ্ঞাসাবাদে শিমুল হত্যায় ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করেন মিন্টু। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মেয়রের বাড়ির পাশে পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলায় পৌর মেয়র মিরু ও তার ভাই মিন্টুকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক নজরুল ইসলাম তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সোমবার তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কথা স্বীকার করেন মিন্টু।
গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে দুগ্রুপের সংঘর্ষ চলাকালে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন। পরে শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় ৪৩ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই মিন্টু, প্রাক্তন কাউন্সিলর পিজুস, আওয়ামী লীগ নেতা নাসিরসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়। নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহার বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় মেয়র হালিমুল হক, তার ভাই পাবনা জেলা জাসদের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসিবুল হক মিন্টুসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।