আর অন্য দিকে তাড়াহুড়ো না করে, ধীরেসুস্থে, রান তাড়া করেছে অস্ট্রেলিয়া। গতকাল কাল বিনা উইকেটে ৪০ রানে দিন শেষ করেছিল স্মিথ বাহিনী। আজ দলের ৫২ রানের মাথায় আউট হয়ে যান ওয়ার্নার। ৩৩ রান করে অশ্বিনের বলে বোল্ড হন তিনি। অধিনায়ক স্মিথ ৪৪ রান করে জাদেজার বলে কট বিহাইন্ড দ্য উইকেট। দলের ১৩৪ রানের মাথায় ৬০ রান করে জাডেজার বলে স্টাম্প হয়ে ফিরে যান রেনশ।
এর পর জাদেজার বলেই অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হ্যান্ডসকম (১৬)। মিচেল মার্শ ইশান্তের বলে এলবিডব্লিউ। কোনও রান করেননি। এর পর ষষ্ঠ উইকেট জুটিতেই ভারতকে টপকে যায় অস্ট্রেলিয়া। দলের ২২০ রানের মাথায় আউট হন শন মার্শ (৬৬), যাদবের বলে নায়ারের হাতে ক্যাচ দিয়ে।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর ৬ উইকেটে ২৩৭। ম্যাথু ওয়েড ২৫ রানে এবং মিচেল স্টার্ক ১৪ রানে ব্যাট করছেন।