পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের সামনে সংঘর্ষ বাধে। এরপর বেশ কিছু সময় ধরে চলে উত্তেজনা।
ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিথিল স্থানীয় কনফেকশনারি ব্যবসায়ী লাভলুর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় সকাল ১০ টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করে। এর প্রতিবাদে বিকালে বিশ্ববিদ্যালয়ের পার্কের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ব্যবসায়ীরা। এই সমাবেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা করে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
তারা জানান, তাদের বক্তব্য চলাকালে বিকাল সাড়ে পাঁচটার দিকে হামলায় হয়। ব্যবসায়ীরা প্রতিরোধ করলে বাধে সংঘর্ষ। সন্ধ্যা সাড়ে ছয়টায় এই প্রতিবেদন লেখার সময়ও বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছিল। এক পর্যায়ে বেশ কিছু দোকানে আগুন ধরিয়ে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম জাহিদুল ইসলাম জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফোর্স পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’