পিকের ট্যুইট নিয়েই সাংবাদিকদের কাছে মুখ খুলেছেন তার স্বদেশীয় বন্ধু ও ক্লাবের শত্রু সার্জিও রামোস৷তিনি বলছেন, ‘এরকম কথা মেসি বললে আমি অবাক হতাম৷কিন্তু আমরা পিকের জগৎটা খুব ভালো ভাবে চিনি৷সবাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটাই ওর সবসময় মনে হয়৷রেফারিদের কাজটা অত্যন্ত কঠিন৷আমাদের উচিৎ তাদের সাহায্য করে কাজটা সহজ করা৷কোনও সময় রেফারি আপনাকে সুবিধা দেয়, কখনও কেড়ে নেয়৷সব কিছুর জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে৷এসব নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না৷তিন পয়েন্ট পেয়েছি আমরা৷ম্যাচ জিতে খেতাব জয়ই আমাদের লক্ষ্য।’ লা লিগার শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৫। অ্যাটলেটিকোর মাঠে ২-১ গোলে জেতা বার্সেলোনার পয়েন্ট ২৪ ম্যাচে ৫৪। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।