মো: খালেদুর রহমান- ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর বাজারে প্লাষ্টিকের বস্তায় চাউল বিক্রির আভিযোগে চার ব্যবসায়িকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল ৫টায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারা অনুযায়ি প্লাষ্টিকের বস্তায় প্রকাশ্যে চাউল বিক্রির অপরাধে ফরিদপুর থেকে পাট অধিদপ্তরের কর্মকর্তা আঃ সামাদ আজাদ, ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা নিবার্হী অফিসার মোঃ আলমগীর হোসেন কে নিয়ে ব্যবসায়িদের জরিমানা করেন। এরা হলো- মোঃ সামচু বেপারী ১০ হাজার টাকা, সুভোদ তাঁতী ৫ হাজার টাকা, রাধেশ্যাম সাহা ৫ হাজার টাকা ও বুলবুল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজারের অন্য চাউল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।