শনিবার স্থানীয় সময় দুপুর দুইটা ২০ মিনিটে জে ইয়ং লি কে আদালতে হাজির করা হয়। বিচার বিভাগের একটি ভ্যানে করেই তাকে আদালতে নেওয়া হয়। প্রসিকিউটারের মুখপাত্র গণমাধ্যমকে জানান, অভিযুক্ত লি কে জিজ্ঞাসাবাদের জন্যই আদালতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে নতুন আরও তথ্য পাওয়া যাবে এবং এর মাধ্যমে তদন্ত কাজ আরও সহজ হবে বলে বলেছেন।
তিনি জানিয়েছেন, একটি সংযুক্ত টয়লেটসহ ছোট কক্ষে থাকছেন লি। যেখানে ব্যবহারের মতো তেমন কোনো আসবাব নাই। ৪৮ বছর বয়ষ্ক জে ইয়ং লি ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সম্পদের মালিক। বিশ্বের অন্যতম মোবাইল ফোন স্যামসাং, ফ্ল্যাট টিভি এবং চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের প্রধান। এর আগে স্যামসাং প্রধান জে ইয়ংকে গ্রেপ্তার আবেদন করেছিলেন দক্ষিণ কেরিয়ার প্রসিকিউটর। সেখানে কারণ হিসেবে বলা হয়েছিল,জে ইয়ং অর্থ আত্মসাৎ, ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত।
২০১৬ সালে দেশটির অভিসংশিত প্রেসিডেন্ট পার্ক জিউন হেই এর আটক বন্ধু চো সুন সিলের একটি ফাউন্ডেশন ও কোম্পানিকে দুটি প্রতিষ্ঠানের একীভূতকরণে ন্যাশনাল পেনশন ফান্ডের সমর্থন পাওয়ার জন্য প্রায় ২৫ দশমিক ৪৬ বিলিয়ন ডলার ঘুষ দেয় স্যামসং।
দক্ষিণ কোরিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে স্যামসাং গ্রুপ। কেননা প্রতিষ্ঠানটির রাজস্বের দিক থেকে দেশটির জিডিপিতে অবস্থান পঞ্চম।