অগ্রসর রিপোর্ট : প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা। নিজেদের মাটিতে ঐতিহাসিক টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ওপেনার মুরালি বিজয়কে দলীয় ২৩৪ রানের মাথায় নিজের প্রথম উইকেট বানান তাইজুল ইসলাম। সরাসরি বোল্ড করে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন তিনি। অধিনায়ক কোহলির সঙ্গে ৫৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন সেঞ্চুরিয়ান বিজয়।
একমাত্র টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে ১১১ রানে রয়েছে বিরাট কোহলি। আর ৪৫ রানে রয়েছেন অজিঙ্কা রাহানে। হায়দ্রাবাদে সিরিজের একমাত্র টেস্ট খেলছে দু’দল। আজ বৃহস্পতিবার শুরু হওয়া শ্যাচে ভারতের ওপেনার লোকেশ রাহুলকে ইনিংসের চতুর্থ বলেই বোল্ড করে শুভ সূচনা এনে দেন পেসার তাসকিন আহমেদ।
ভারতের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম কোনো দ্বি-পাক্ষিক সিরিজ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এ মাঠে এর আগে তিনটি টেস্ট খেলেছে ভারত। যেখানে একটি ড্রয়ের বিপরীতে দু’টিতে জিতেছে। সর্বশেষ ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ১৩৫ রানে জয় পায় ভারত।
প্রসঙ্গত, হায়দ্রাবাদে সিরিজের একমাত্র টেস্ট খেলছে দু’দল। ভারতের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম কোনো দ্বি-পাক্ষিক সিরিজ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এ মাঠে এর আগে তিনটি টেস্ট খেলেছে ভারত। যেখানে একটি ড্রয়ের বিপরীতে দু’টিতে জিতেছে। সর্বশেষ ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ১৩৫ রানে জয় পায় ভারত।