ওই নোটিশে বলা হয়, ‘ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের মানসিক দক্ষতা ও বিষয়ভিত্তিক প্রকাশ ক্ষমতা যাচাই করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’
নোটিশে আরও বলা হয়, ‘মৌখিক পরীক্ষা প্রার্থীদের চাকরির নিশ্চয়তা প্রদান করে না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পূর্বের নিয়মেই এবং ইতোপূর্বে এনটিআরসিএ’র নিবন্ধনকৃত সকল প্রার্থীদের সঙ্গেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।’
এনটিআরসিএর পক্ষ থেকে এ বিষয়ে কোনোরূপ তদবির না করার জন্য এবং অসাধু চক্রের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, প্রার্থীদের মৌখিক পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হবে।