
রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাহানারা জামান রাজধানীর গুলশানের বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন ।
তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই পুত্র ও চার কন্যা রেখে গেছেন।
জাহানারা জামানের পুত্র এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।
জাতীয় নেতা প্রয়াত এএইচএম কামারুজ্জামান স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জাহানারা জামানের রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়াও জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।