সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না লঙ্কানদের সামনে। তবে শনিবার নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ডোয়াইন প্রিটোরিয়াসের বোলিং তোপে ৩৯ ওভার ২ বলে ১৬৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন প্রিটোরিয়াস। আর ২টি করে উইকেট নেন ইমরান তাহির, আন্দিলে ফেহলুকয়ায়ো ও কাগিসো রাবাদা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন ডি কক। নিজের শততম ওয়ানডেতে ফাফ ডু প্লেসি ফিরেন ২৪ রান করে। আর ৩৪ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান।
তবে চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন ডি ভিলিয়ার্স ও ডুমুনি। ডি ভিলিয়ার্স ৬০ আর ডুমুনি ২৮ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা নির্বাচিত হন ডোয়াইন প্রিটোরিয়াস।