যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে অবস্থান নেয়ার সুযোগ নেই- সরকারি আইনজীবীদের এমন দাবির বিরুদ্ধেও রুল জারি করেছেন ফেডারেল জাজ জেমস রবার্ট।
মুসলিমপ্রধান ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভ চলে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব দেশের নাগরিকদের ৬০ হাজার ভিসা বাতিল করা হয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য রদ করা হয়। সিরীয় শরণার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ ছাড়া ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ভিসা ৯০ দিন পর্যন্ত রদ করা হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ফেডারেল আদালত ভিসাধারীদের বিতাড়নের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করে। তবে সিয়াটল আদালত প্রথমবারের মতো সারাদেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করল।
ট্রাম্পের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে ভার্জিনিয়া, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস ও মিশিগানে মামলা চলছে।