প্রথম ম্যাচে ৯২ রানে জিতে টেস্টের ফর্মটা ওয়ানডেতেও ধরে রাখার ইঙ্গিত দিয়েছিলো অস্ট্রেলিয়া। স্মিথ-ওয়ার্নারদের দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাসী করলেও মিচেল মার্শের ইনজুরি কিছুটা হলেও দুর্ভাবনায় রেখেছে অজিদের। আর, দ্বিতীয় ওয়ানডেতে হারের কথা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে তারা।
অন্যদিকে, প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মায়ের অসুস্থতার কারণে মোহাম্মদ ইরফান দেশে ফিরে যাবার পর উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ সরফরাজও একই কারণে সিরিজে খেলছেন না। তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়াবেন মোহাম্মদ রিজওয়ান।
ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক আজহার আলি খেলবেন কিনা তা জানতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।