রায়ের পর আসামি নূর হোসেনের আইনজীবী খোকন সাহা বলেন, আমার মক্কেলরা মনে করে, এটা তাদের বক্তব্য, আমাদের বক্তব্য না, তারা মনে করেন, তারা ঘটনার সঙ্গে জড়িত না। সঠিক বিচার পায় নাই। তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। এটা হচ্ছে আমাদের মক্কেলের পক্ষে আমাদের বক্তব্য।
তারেক সাঈদের আইনজীবীও আপিল করার কথা সাংবাদিকদের জানিয়েছেন। তারেক সাঈদের আইনজীবী সুলতানুজ্জামান বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট হতে পারিনি। হাইকোর্টে আপিল করব, আশা করি প্রতিকার পাব।
তারেক সাঈদের আরেক আইনজীবী শাহাবুদ্দিন বলেন, আবেগতাড়িত হয়ে রায় দিয়েছে। কোনো ধরনের প্রমাণ আদালতে হাজির করতে পারেনি। পুলিশ তদন্ত রিপোর্ট দিলেই তো হবে না, সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। তারেক সাঈদ (হত্যার) নির্দেশ দিয়েছে এ ধরনের কোনো কাগজপত্র বাদীপক্ষ আদালতে হাজির করতে পারেনি।
বরখাস্ত লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানার আইনজীবী অন্যতম রিতা ইসলামও উচ্চ আদালতে যাওয়ার কথা সাংবাদিকদের বলেছেন।