ইনফান্তিনো বলেন, ‘গত বিশ্বকাপের একটি ব্যাপার আমি স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে ইংল্যান্ড ও ইতালি কোস্টারিকার মতো দলের সঙ্গে খারাপ খেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সুতরাং ৪৮ দলের বিশ্বকাপটি খেলার সৌন্দর্য আরও বাড়াবে। কারণ প্লে-অফ রাউন্ডে ৩২ দল হবে সেরা বাছাই।’
ফিফা মিডিয়া টুইটারে খবরটি নিশ্চিত করেছে এই লিখে, ‘ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের, যেটা শুরু হবে ২০২৬ সালে। ১৬ গ্রুপে তিন করে দল খেলবে। বিস্তারিত জানানো হবে বৈঠক শেষে।’ ফিফা কাউন্সিলের বৈঠক চলছে এখনও, তাই বিশ্বকাপ আয়োজনের বিস্তারিত জানা যাবে পরে। যদিও যতটুকু জানা গেছে, তাতে করে ইনফান্তিনোর অধীনে ফিফার নতুন যাত্রাই হলো শুরু।
এবার বিশ্বকাপে ৬৪ ম্যাচের পরিবর্তে হবে ৮০ ম্যাচ। এতে স্পন্সর ও সম্প্রচার স্বত্ত্ব থেকে ফিফার আয় বেড়ে যাবে ১০০ কোটি ডলার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফিফার কাঙ্খিত আয় হবে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।