অগ্রসর রিপোর্ট : টানা প্রবল বর্ষণে প্লাবিত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল। বন্যার অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নয়টি অংশে প্রায় এক সপ্তাহ টানা বৃষ্টি চলছে। ফলে, পরিস্থিতি আরো বিপজ্জনক হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
টানা বৃষ্টিতে ইতিমধ্যেই অন্তত দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
টানা কয়েকদিন ধরে চলা মুষলধারে বৃষ্টিপাতের জেরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। পানিতে ভেসে গেছে রেললাইন। ডুবে গেছে বিমানবন্দর। থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র সামুই দ্বীপেও ব্যাপক বৃষ্টির জেরে বন্যা দেখা দিয়েছে। সামুই দ্বীপের একটি অতিথিশালার আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে নিয়ে আসার কাজে হাত লাগিয়েছে থাই সেনা। আকাশ পথে চলছে ত্রাণ বিলির কাজ।