একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। পরে নতুন মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত অতীতের যে কোনো সময়ের তুলনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নাসিক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে পুনর্নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।
নির্বাচনে ডা. আইভী পান মোট ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। বিপরীতে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত পান ৯৬ হাজার ৪৪ ভোট।
২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক সংশ্লিষ্ট ব্যক্তিদের এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান।
এবার নির্বাচনে জয়ের পর আইভী এ বিজয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের নামে উৎসর্গ করেন এবং সবাইকে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার অঙ্গীকার করেন।