কামরুল আহসান বলেন, ‘দ্বিতীয় পত্রে গত মঙ্গলবার সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে চার বাংলাদেশি জেলের আহত হওয়ার ঘটনা পূর্ণ তদন্ত ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। ’
উল্লেখ্য, গত মঙ্গলবার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মৌলভীশীল এলাকায় বাংলাদেশের পতাকাবাহী ‘এফবি জনিবা খালেদা’ নামের একটি মাছধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করে।
ওই ঘটনায় ট্রলারে থাকা ছয় জেলে গুলিবিদ্ধ হন। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ৮টার খানিক পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। মিয়ানমার নৌবাহিনীর গুলির ঘটনায় পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন।