১৯৬৭ সালের যুদ্ধে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক, পূর্ব জেরুজালেম, গোলান হাইটসের মতো এলাকার কিছু অংশ দখল করেছিল ইজরায়েল। এইসব এলাকায় নিজেদের নাগরিকদের রাখার ব্যবস্থা শুরু করে তারা। রাষ্ট্রসংঘে এই অবস্থানের বিরুদ্ধে প্রস্তাব আনে উল্লিখিত ১২টি দেশ৷ তাদের অবস্থানকে কূটনৈতিক সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এরই প্রতিবাদে দেশগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটল ইজরায়েল৷ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন এই অবস্থার জন্য দায়ি৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কূটনৈতিক এই ১২টি দেশের কোনও রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাক্ষাৎ করবেন না। তাদের স্বাগত জানাবে না ইজরাইলের বিদেশমন্ত্রক৷ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা হচ্ছে না। তাদের সঙ্গে ইজরাইলি কূটনীতিকরা যোগাযোগ রাখতে পারবেন।