প্রধানমন্ত্রী এসময় বলেন, তিনি বাংলাদেশের সমর্থন পাবেন। আল কোয়ারি ইউনেস্কোর মহাপরিচালক পদে প্রার্থী হওয়ায় সন্তোষও প্রকাশ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারি বলেন, মুসলিম বিশ্বে শেখ হাসিনা অনুসরনীয়। প্রধানমন্ত্রী সঙ্গে আল কোয়ারি বৈঠকের সময় মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দেহাইমি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচন হবে।