বিমানটিতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তবে জরুরি ভিত্তিতে তাদের সবাইকে নিরাপদে বিমান থেকে বের করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
এক বিবৃতিতে জেট এয়ারওয়েজ জানিয়েছে, ‘গোয়া থেকে মুম্বাইগামী ৯ডব্লিউ ২৩৭৪ ফ্লাইটটি ভোরে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ছিটকে পড়ে।’
এতে বলা হয়েছে, বিমানের সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দরটিতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মহাপরিদপ্তর এবং বিমান দুর্ঘটনা তদন্তকারী ব্যুরো ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।