১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজশাহী ১৭.৪ ওভারে ১২০ রান তুলতে সক্ষম হয়। রাজশাহীর পক্ষে মমিনুল হক ৩০ বলে সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করেন। এছাড়া সাব্বির রহমানের ২৬ রান ছিল উল্লেখ করার মতো। ঢাকার পক্ষে সাকিব, সানজামুল এবং আবু জায়েদ প্রত্যেকে ২টি করে উইকেট দখল করেন।
এর আগে ফাইনাল ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয় ম্যাচটি। ঢাকা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬০ রান। ঢাকার পক্ষে ইভেন লুইচ ৫৯ বলে সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করেন। এছাড়া কুমার সাঙ্গাকারার ৩৬ রান ছিল উল্লেখ করার মতো। রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ৩ উইকেট দখল করেন।
প্রসঙ্গত, শক্তিশালী দল বানিয়ে এবারের আসরের প্রথম থেকেই হট ফেভারিট ঢাকা। তাই ঢাকার ফাইনাল খেলাটা নিশ্চিতভাবেই ধরে রেখেছিলেন সবাই। তবে রাজশাহীকে নিয়ে স্বপ্ন দেখেননি ভক্তরা। কারণ দল হিসেবে ততটা শক্তিশালী ছিলো না রাজশাহী। তারপরও শিরোপা লড়াইয়ের পরীক্ষায় নিজেদের সামিল করেছে রাজশাহী।