অগ্রসর রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলে তার কড়া সমালোচক মিট রমনির সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন। নতুন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মিট রমনিকে নিয়োগ দেয়া হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের কড়া সমালোচক রমনি বলেন, তাদের মধ্যে ‘সুদূরপ্রসারী’ আলোচনা হয়েছে। তবে কেউ তাদের মধ্যে ৯০ মিনিট ধরে আলোচনার বিস্তারিত জানাননি। এমনকি রমনিকে কোন পদে নিয়োগ দানের প্রস্তাব দেয়া হয়েছে কিনা কিংবা তিনি কোন পদের জন্য আগ্রহী কিনা সে ব্যাপারেও তিনি কিছু জানাননি।
নির্বাচনী প্রচারণাকালে রমনি ট্রাম্পকে ‘প্রতারক’ বলেছিলেন। জবাবে ট্রাম্প বলেছিলেন, ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রমনির জঘন্য পরাজয় হয়েছিল।
ট্রাম্প এখন পর্যন্ত তার নতুন প্রশাসনে বিভিন্ন পদে নিয়োগের জন্য বেশ কয়েক জনের নাম ঘোষণা করেছেন। তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে বিতর্কও রয়েছে। এর মধ্যে অ্যাটর্নী জেনারেল পদের জন্য মনোনীত জেফ সেশন্সকে ১৯৮৬ সালে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে ফেডারেল বিচারক হিসেবে প্রত্যাখান করা হয়েছিল।
এছাড়া ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল মাইকেল ফ্লিন ইসলাম সম্পর্কে বিভাজনমূলক মন্তব্য করে ইতোমধ্যেই উদ্বেগ ছড়িয়েছেন।
নিউজার্সির বেডমিনিস্টারে ট্রাম্পের গলফ মাঠ ত্যাগের সময় রমনি মন্ত্রিসভার কোন পদ গ্রহণ করবেন কিনা কিংবা তিনি এখনও ট্রাম্পকে জোচ্চর ভাবছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের কোন জবাব দেননি।
তিনি শুধু বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে।
ট্রাম্প সপ্তাহান্তে তার গলফ কোর্সে গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আরো বৈঠক করবেন।
গত মার্চে রমনি বলেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার মত ট্রাম্পের মেজাজ ও মর্জি কোনটাই নেই। তিনি ট্রাম্পকে নারীবিদ্বেষী ও অসৎ বলেও উল্লেখ করেন।
তিনি বলেছিলেন, ট্রাম্পকে মনোনয়ন দেয়া হলে একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যাশা মাঠে মারা যাবে।
জবাবে ট্রাম্প ব্যাঙ্গ করে রমনিকে একজন ব্যর্থ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উল্লেখ করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।