অগ্রসর রির্পোট : ডনাল্ড ট্রাম্প ছাড়া আর সবাইকেই সাপোর্ট করেছিলেন তিনি। কিন্তু জিতলেন সেই ট্রাম্পই! মাইলি সাইরাস তাই আর কান্না আটকাতে পারলেন না। একেবারে কেঁদে ভাসালেন তিনি। সম্প্রতি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছেন মাইলি। সেখানে কাঁদতে কাঁদতে বলেছেন, আমি এখনো মনে করি, হিলারির প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। এত জোরদার লড়াই চালিয়েছিলেন উনি! দেশের প্রতি ওর ভালবাসাটাকেও বিশ্বাস করি আমি। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াটাকে মেনে নিয়েছেন মাইলি। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, প্লিজ, মানুষকে ভালবাসুন। সহমর্মিতা দেখান। সম্মান করুন। আমিও তাহলে আপনাকে সম্মান করব। ইনস্ট্রাগ্রামেও দুঃখী মুখে ছবি পোস্ট করেছেন মাইলি। সেই ছবিতেও দেখা গেছে তার চোখে পানি। কান্নাই যেন থামছে না তার। এদিকে ট্রাম্পের জয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রিহানা, কেটি পেরি, জেসিকা অ্যালবাও। লেডি গাগা আবার ট্রাম্প টাওয়ারের বাইরেই বিক্ষোভ জানিয়েছেন। ভোটের পুনঃগণনার আবেদন তুলেছেন লিন্ডসে লোহান।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।